রোববার ৯ নভেম্বর ২০২৫ ০১:১১:৩৪ এএম
শিরোনাম নেত্রকোনায় মশাল মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক       মালদ্বীপ বিএনপির উদ্যোগে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।       ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত       আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে       নারী প্রার্থীদের আবেদনে নতুন নিয়ম       বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র       ১৩ মাথার নারকেল গাছ দেখতে দর্শকদের ভিড়      
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মতিঝিলে নেটওয়ার্কিং সভা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 3 July, 2025
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মতিঝিলে নেটওয়ার্কিং সভা
বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার, রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (FBCCI) কার্যালয়ে।

সভাটি সভাপতিত্ব করেন FBCCI-এর প্রশাসক মো. হাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিজ এক্সেলেন্সি মুহাম্মদ ওয়াসিফ।

‍মূল আলোচনার বিষয়:

সভায় বক্তারা বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও যৌথ উদ্যোগে ব্যবসা সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে। দু’দেশের ব্যবসায়ীরা পারস্পরিকভাবে যে খাতে আগ্রহ প্রকাশ করেছেন, তার মধ্যে রয়েছে—

ওষুধ ও ফার্মাসিউটিক্যালস

সার্জিক্যাল পণ্য ও যন্ত্রপাতি

ইলেকট্রনিক্স ও ইন্টারমিডিয়ারি গুডস

টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প

উদ্যোক্তারা জানান, এই খাতগুলোতে যৌথ উদ্যোগে নতুন শিল্প স্থাপন, কাঁচামাল আমদানি-রপ্তানি এবং প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়ে কাজ করা সম্ভব।

FBCCI পক্ষ থেকে উপস্থিত ছিলেন:

সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আওয়াল

মহাসচিব মো. আলমগীর

আন্তর্জাতিক উইং প্রধান মো. জাফর ইকবাল, ndc
এছাড়াও উভয় দেশের খ্যাতিমান ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা সভায় অংশগ্রহণ করেন।

‍বিশেষ বক্তব্য:

FBCCI প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন,

> æবাংলাদেশ ও পাকিস্তান দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে সংযুক্ত, তবে এই সম্পর্ককে আরও গভীর করতে পারস্পরিক আস্থা ও যৌথ পরিকল্পনার বিকল্প নেই।”

মুহাম্মদ ওয়াসিফ বলেন,

> æবাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ায় একটি উদীয়মান শক্তি। পাকিস্তান এই সুযোগকে কাজে লাগিয়ে পারস্পরিক উন্নয়নের জন্য প্রস্তুত।”

‍পরবর্তী কার্যক্রম:

সভায় উভয় পক্ষই সম্মত হন যে, ভবিষ্যতে FBCCI ও পাকিস্তান FPCCI যৌথভাবে বিভিন্ন বাণিজ্যিক ফোরাম, এক্সপো ও প্রযুক্তি শেয়ারিং প্রোগ্রাম আয়োজন করবে। এতে সরকারি পর্যায়েও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

 বিশ্লেষণ:
এই নেটওয়ার্কিং সভা প্রমাণ করে যে, দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক জোট গঠনের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি কার্যকরী প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।
বিশেষত, নতুন বাজার, প্রযুক্তি বিনিময় ও বিনিয়োগ আকর্ষণে এ ধরনের সংলাপ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com