সোমবার ২১ এপ্রিল ২০২৫ ১৭:০৪:০০ পিএম
শিরোনাম পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া       আন্দোলনের ভিডিও করায় ‘লাঠিপেটা’ করছে অটোরিকশা চালকরা       জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার       ট্রাম্পের শুল্কযুদ্ধ: চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িংয়ের বিমান       দেশে ৮ হাজার চিকিৎসক সংকট রয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা       ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত       আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের      
রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 16 April, 2025

রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার

রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমে একের পর এক পারফরম্যান্সে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। 

স্পিন মায়ার মতোই রিশাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন লাহোর কালান্দার্সের মালিক খেলোয়াড়রা। অভিষেক ম্যাচের পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন মালিক সামিন রানার।

সঙ্গে বেশ কিছু ক্লাব সতীর্থদেরও। সেই তালিকায় ছিলেন স্যাম বিলিংসও। গতকালকের পারফরম্যান্সে আরো বড় প্রশংসা পেয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটারের কাছ থেকে।
 
রিশাদের বোলিং বর্তমান সময়ের অন্যতম লেগ স্পিনার রশিদ খানের কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন বিলিংস।

তিনি বলেছেন, ‘রিশাদের কথা বলতেই হবে, তরুণ ছেলেটি এসেই যেভাবে বোলিং করছে... প্রথমবার তার বোলিং সরাসরি দেখছি আর একসঙ্গে খেলছি। অবিশ্বাস্য সে। এই সংস্করণে রিস্ট স্পিনার খুবই গুরুত্বপূর্ণ। মাঝের ওভারগুলোয় উইকেট শিকারের অন্যতম একটি উপায়। সে অসাধারণ। সর্বশেষবার যখন এখানে খেলেছি তখন দেখেছি মাঝের ওভারগুলোয় পেস আক্রমণকে দারুণভাবে সঙ্গ দিতেন রশিদ খান। এবার একই কাজ সে করছে। সঙ্গে ভালো লাগছে পেসাররাও তাদের সম্ভাবনার সবটুকু কাজে লাগাচ্ছে।
 
অভিষেক ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে উইকেট নিয়েছিলেন রিশাদ। ফিরতি ম্যাচে আরও দুর্দান্ত ২২ বছর বয়সী লেগ স্পিনার। এবার করাচি কিংসের হয়ে ২৬ রানে উইকেট নিয়েছেন তিনি এতে দুই ম্যাচে উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও বাংলাদেশের লেগ স্পিনার। তার সমান উইকেট কোয়েটার স্পিনার আবরার আহমেদের থাকলেও সর্বোচ্চ উইকেটশিকারির টুপি ফজল মাহমুদ ক্যাপরিশাদের মাথায় শোভা পাচ্ছে।

ক্যাপ মাথায় আঙুল দিয়ে দেখানো রিশাদের সেই ছবি সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করে লাহোর লিখেছে, ‘স্পিনিং ম্যাজিক! পিএসএলের ১০ম আসরে সর্বোচ্চ উইকেটশিকারির ফজল মাহমুদ ক্যাপ রিশাদ হোসেনের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com