শিরোনাম |
রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার
নিজস্ব প্রতিবেদক :
|
রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার স্পিন মায়ার মতোই রিশাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন লাহোর কালান্দার্সের মালিক ও খেলোয়াড়রা। অভিষেক ম্যাচের পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন মালিক সামিন রানার। সঙ্গে বেশ কিছু ক্লাব সতীর্থদেরও। সেই তালিকায় ছিলেন স্যাম বিলিংসও। গতকালকের পারফরম্যান্সে আরো বড় প্রশংসা পেয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটারের কাছ থেকে। তিনি বলেছেন,
‘রিশাদের কথা বলতেই হবে,
তরুণ ছেলেটি এসেই যেভাবে বোলিং করছে... প্রথমবার তার বোলিং সরাসরি দেখছি আর একসঙ্গে খেলছি। অবিশ্বাস্য সে। এই সংস্করণে রিস্ট স্পিনার খুবই গুরুত্বপূর্ণ। মাঝের ওভারগুলোয় উইকেট শিকারের অন্যতম একটি উপায়। সে অসাধারণ। সর্বশেষবার যখন এখানে খেলেছি তখন দেখেছি মাঝের ওভারগুলোয় পেস আক্রমণকে দারুণভাবে সঙ্গ দিতেন রশিদ খান। এবার একই কাজ সে করছে। সঙ্গে ভালো লাগছে পেসাররাও তাদের সম্ভাবনার সবটুকু কাজে লাগাচ্ছে।’ ক্যাপ মাথায় আঙুল দিয়ে দেখানো রিশাদের সেই ছবি সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করে লাহোর লিখেছে,
‘স্পিনিং ম্যাজিক! পিএসএলের ১০ম আসরে সর্বোচ্চ উইকেটশিকারির ফজল মাহমুদ ক্যাপ রিশাদ হোসেনের।’ |