মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ০৫:০৪:১৬ এএম
শিরোনাম আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে : ডিএমপি কমিশনার       নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশী নয়: নজরুল ইসলাম       কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা       বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা       ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার       পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক       এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব      
হাতাহাতি, খেলা বন্ধ, এরপর ইনসানের গোলে ফাইনালে কিংস
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 15 April, 2025

হাতাহাতি, খেলা বন্ধ, এরপর ইনসানের গোলে ফাইনালে কিংস

হাতাহাতি, খেলা বন্ধ, এরপর ইনসানের গোলে ফাইনালে কিংস

দুইদু্ইবার ফেডারেশন কাপের ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এবার নিজেদের ইতিহাসটা নতুন করে লেখার স্বপ্নই দেখেছিল পুরান ঢাকার দলটি। কিন্তু হলো না!

বসুন্ধরা কিংসের সঙ্গে ১২৬ মিনিট পর্যন্ত লড়াই করে শেষ পর্যন্ত ম্যাচটা গোলে হেরেছে কামাল বাবুর দল। আর পঞ্চমবারের মতো ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে কিংস। অতিরিক্ত সময়ে গোল করে কিংসের কাছে বিকেলটা আনন্দময় করে তোলেন বদলি নামা অখ্যাত তরুণ ইনসান হোসেন।

২২ এপ্রিল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনালে ভালেরিও তিতার দলের প্রতিপক্ষ আবাহনী লিমিটেডপ্রথম কোয়ালিফিয়ারে যাদের কাছে টাইব্রেকারে ৪২ গোলে হেরেছিল কিংস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ম্যাচের ১১১ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১১। কিন্তু এক ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাতাহাতি, চার মিনিটের মতো খেলা বন্ধ থাকার পর ছন্দপতন হয় রহমতগঞ্জের। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগায় কিংস।

১০৭ মিনিটে রহমতগঞ্জের তাজ উদ্দিন ফাউল করেন তাঁরই ভাই কিংসের সাদ উদ্দিনকে। সেই ফাউল নিয়ে কিংসের মজিবুর রহমান আর রহমতগঞ্জের আক্কাস আলীর মধ্যে খানিকটা হাতাহাতি লেগে যায়। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়েরা বাগ্‌বিতণ্ডায় জড়ান।

তার একটু পরই পোস্ট ছেড়ে ডাগআউটের দিকে চলে আসতে দেখা যায় রহমতগঞ্জের গোলকিপার আহসান হাবিবকে। রেফারি জালাল উদ্দিন ও ম্যাচ কমিশনার মিলে পরিস্থিতি শান্ত করেন। প্রায় চার মিনিট খেলা বন্ধ থাকার পর ম্যাচ আবার শুরু হয়।

এরপর ১১২ মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণে ওঠে কিংস। রাকিবের লম্বা ক্রস থেকে হেডে গোল করেন ইনসান। শেষ পর্যন্ত তাঁর গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

এর আগে ৭৪ মিনিটে নাবিব নেওয়াজের পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান রহমতগঞ্জের সলোমন কিং। গোল শোধ করতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি কিংসকে। ৮১ মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে আলতো শটে বল জালে পাঠান রাকিব হোসেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠে কিংস। দুই মিনিটে বাঁ প্রান্ত থেকে গোলমুখে ক্রস দেন ইভান্স ইত্তি। রহমতগঞ্জের এলোমেলো রক্ষণভাগ পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি হুয়ান লেসকানো। তাঁর মাথা ছুঁয়ে বল খানিকটা দিক বদলায়। সেই আলগা বল ডিবক্সে পেয়েও নিশানায় শট নিতে পারেননি রাকিব।

এর ঠিক এক মিনিট পর আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন কিংসের এই ফরোয়ার্ড। বক্সের বাঁ পাশ থেকে বল বাড়িয়ে দেন আর্জেন্টাইন লেসকানো। অরক্ষিত পোস্ট পেয়েও সেই বল জালে পাঠাতে পারেননি রাকিব।

কিংসের আক্রমণ ঠেকিয়ে যাওয়া রহমতগঞ্জ ২৭ মিনিটে ফ্রিকিক পায়। কিন্তু সলোমন কিংয়ের নেওয়া সেই কিকে মাথা ছোঁয়াতে পারেননি কেউ। ৩৪ মিনিটে রহমতগঞ্জের স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটেং কিংসের দুজন খেলোয়াড়কে কাটালেও শেষ পর্যন্ত তপু বর্মণের বাধায় আটকে গেছেন।

৪০ মিনিটে লেসকানোকে ফাউল করেন রহমতগঞ্জের শাকিল। শেখ মোরছালিনের ফ্রিকিক পোস্টের পাশ দিয়েই চলে যায়। বিরতিতে যাওয়ার আগে আরও তিনটি দারুণ আক্রমণ তৈরি করেও গোল আদায় করতে পারেনি কিংস।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com