শিরোনাম |
সাভারে ইয়াবা গাঁজাসহ পাঁচজন ও তিন ছিনতাইকারী গ্রেপ্তার
সাভার প্রতিনিধি
|
![]() সাভারে ইয়াবা গাঁজাসহ পাঁচজন ও তিন ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার (১৫ই এপ্রিল) ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (সাভার সার্কেল)শাহিনুর কবির গ্রেপ্তার বিষয়ে নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক ব্যবসায়ী মোঃ সুমন (২৫) পটুযাখালী জেলার দশমিনা থানার কাটাখালি মো আবুল হাওলাদারের ছেলে , সে কেরানীগঞ্জ মডেল থানাধীন বোরহানিবাগ মনু ব্যাপারীর ঢাল এলাকায় বসবাস করেন। ছিনতাই কারীরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভাটিরচর ইউনুস রহমানের ছেলে ইউসুফ রহমান (২০), সাভার বিনোদবাইদ এলাকার আনান হোসেন (২১), আড়াপাড়া এলাকার মৃত কৃষ্ণ সূত্রধরের ছেলে দ্বীপক সূত্রধর (২৪)। আমিনবাজার থেকে গাঁজাসহ গ্রেপ্তার দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানান, যাত্রীবেশে একজন মাদক ব্যবসায়ী ইতিহাস পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব, ১৫-৬৮৭৩) নবীনগর ইয়াবা নিয়ে ঢাকার দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংক টাউন স্ট্যান্ডে ঢাকামুখী রাস্তায় চেকপোস্টে ইতিহাস পরিবহনের বাসটিকে থামানো হয়। এসময় পুলিশ দেখে দিলে বাসটি থামা মাত্রই একজন ব্যক্তি পুলিশ দেখে বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে মোঃ সুমন (২৫) নামের ওই মাদক ব্যবসায়ী। পরে তাকে আটক করে তার সাথে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে ৪০০০পিচ ইয়াবা পাওয়া যায়। এদিকে মহাসড়কের রেডিও কলোনী বাসস্ট্যান্ড সংলগ্ন জমজম সুইটস দোকানের সামনে থেকে তিনটি ধারালো অস্ত্র আটক করা হয়েছে। এছাড়া সাভারের আমিনবাজারে গাঁজাসহ আরও দুইজনকে গাটক করা হয়। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সাভারে চেকপোস্ট বসিয়েছি। সে প্রেক্ষিতে সাভারের রেডিও কলোনি থেকে দুটি সুইচ গিয়ারসহ তিন ছিনতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ব্যাংক টাউন এলাকায় আরও একটি চেকপোস্টে অভিযান চালিয়ে যাত্রীবেসে থাকা ৪ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এদিকে আমিনবাজার চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ আরও দুইজন কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে। |