মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ০৫:০৪:৫৩ এএম
শিরোনাম আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে : ডিএমপি কমিশনার       নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশী নয়: নজরুল ইসলাম       কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা       বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা       ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার       পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক       এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব      
এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি জানাল ইসরায়েলের অভিজাত গোলানি ব্রিগেড
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 15 April, 2025
এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি জানাল ইসরায়েলের অভিজাত গোলানি ব্রিগেড

এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি জানাল ইসরায়েলের অভিজাত গোলানি ব্রিগেড

ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেডের সদস্যরা গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলে দীর্ঘস্থায়ী এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তীব্র হয়ে উঠেছে। এর আগেও ইসরায়েলের প্রায় এক হাজার সেনা গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন। 

ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানিয়েছে, গোলানি ব্রিগেডের ১৫০ জন সেনা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে আলোচনার দাবি জানিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

গত বৃহস্পতিবার থেকে গাজা যুদ্ধ বন্ধ চেয়ে কমপক্ষে দশটি আবেদনপত্র জমা পড়েছে। যেগুলোতে বলা হয়েছে, তেল আবিব সরকারের উচিত ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া। যদি এ জন্য যুদ্ধের ইতি টানতে হয়, তাও করতে হবে।

প্রথম আবেদনপত্রে ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ বর্তমান এবং সাবেক এক হাজার সদস্য স্বাক্ষর করেছিলেন। তারা বলেছিলেন, গাজা আক্রমণ প্রধানত রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো হচ্ছে। এর সাথে ইসরায়েলি নিরাপত্তা কোনো বিষয় সম্পৃক্ত নয়।

তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার বিষয়েও সমালোচনা করেন। তাদের মতে ক্ষমতায় টিকে থাকতেই এই যুদ্ধকে হাতিয়ার বানানো হয়েছে। এই চিঠির জবাবে ইসরায়েলি চিফ অফ স্টাফ ইয়াল জামির আবেদনে স্বাক্ষরকারী সক্রিয়-কর্তব্যরত রিজার্ভ সেনাদের বরখাস্ত করেন।

নেতানিয়াহু এই বরখাস্ত প্রক্রিয়াকে সমর্থন করেন। তিনি দাবি করেন, আবেদনটি বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ছোট মৌলবাদী দলের। তারা মন্ত্রিসভার পতন ঘটানোর চেষ্টা করছে।

আরেকটি পৃথক আবেদনে প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা, ২৫০ জনেরও বেশি রিজার্ভ এবং সামরিক বাহিনীর ইউনিট ৮ হাজার ২০০ প্রবীণ সেনা এবং ১ হাজার ৫২৫ জন আর্মার্ড কোরের প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন। যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী এবং চিফ অফ স্টাফ এহুদ বারাকও রয়েছেন।

ইসরায়েলের উচ্চ-প্রযুক্তি খাতের প্রায় ৫০০ উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কর্মী, সেইসাথে ২ হাজার ইসরায়েলি সামরিক ডাক্তার এবং ৬ হাজার জনেরও বেশি শিক্ষাবিদ এবং শিক্ষা কর্মকর্তাও একই রকম একটি চিঠি লিখেছেন।

অন্যান্য আবেদনপত্রে ইসরায়েলের মোসাদ এবং শিন বেত গুপ্তচর সংস্থার শত শত প্রবীণ সেনা, ইসরায়েলি সামরিক বাহিনীর পদাতিক ইউনিট, প্যারাট্রুপার এবং বিশেষ বাহিনীর ১৫ শ' জনেরও বেশি প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন। তবে এসব চিঠিকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে প্রচার করছেন নেতানিয়াহু। তিনি কোনোভাবেই গাজা যুদ্ধ বন্ধ করতে চাইছেন না।

সূত্র: প্রেস টিভি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com