মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ০৫:০৪:৪২ এএম
শিরোনাম আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে : ডিএমপি কমিশনার       নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশী নয়: নজরুল ইসলাম       কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা       বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা       ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার       পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক       এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব      
রোম নয়, মাসকাটেই হবে ইরান-আমেরিকা বৈঠক
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 15 April, 2025
রোম নয়, মাসকাটেই হবে ইরান-আমেরিকা বৈঠক

রোম নয়, মাসকাটেই হবে ইরান-আমেরিকা বৈঠক

মধ্যপ্রাচ্য ও বিশ্বরাজনীতির উত্তাল প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা আবারও নতুন গতি পাচ্ছে। নানা জল্পনা-কল্পনা শেষে নিশ্চিত হয়েছে, দ্বিতীয় দফার এই আলোচনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের কোনো শহরে নয়, বরং ওমানের রাজধানী মাসকাটে। আন্তর্জাতিকভাবে সংবেদনশীল এই সংলাপকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিকভাবে একটি সমঝোতার আশার আলো দেখা যাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি নিশ্চিত করেছেন, আগামী ১৯ এপ্রিল মাসকাটেই দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১২ এপ্রিল একই শহরে প্রথম দফায় পরোক্ষ বৈঠক হয়েছিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। সেখানে মধ্যস্থতা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। দুই পক্ষই বৈঠক শেষে এই আলোচনাকে 'গঠনমূলক' হিসেবে বর্ণনা করে এবং এক সপ্তাহ পর পুনরায় আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষিতেই মাসকাটকেই চূড়ান্ত ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়।

তবে এই ভেন্যু নিয়ে ইতোমধ্যেই নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-ই-রাভাঞ্চির একটি সংসদীয় ব্রিফিংয়ের বরাত দিয়ে জানানো হয় যে, আলোচনা ইউরোপে—বিশেষ করে ইতালির রোমে—হতে পারে। এমনকি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এবং বার্তা সংস্থা রয়টার্সও এমন খবর প্রকাশ করে। কিন্তু ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ স্পষ্ট ঘোষণায় জানা যায়, দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে রোমে নয়, মাসকাটেই।

বিশ্লেষকদের মতে, ওমান দীর্ঘদিন ধরেই নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য কূটনৈতিক ভেন্যু হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত। ইরান ও যুক্তরাষ্ট্রের মতো দুই বৈরী দেশের মধ্যে আলোচনার ক্ষেত্রে মাসকাটের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই আলোচনা কেবল দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার পথে একটি সম্ভাবনাময় পদক্ষেপ। এখন আন্তর্জাতিক মহলের চোখ মাসকাটের দিকে—এই আলোচনা কি পারমাণবিক ইস্যুতে কোনো বাস্তব সমঝোতা এনে দিতে পারবে?


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com