নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করলেন জেলা প্রশাসক
নোয়াখালী প্রতিনিধ
Published : Tuesday, 15 April, 2025
নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করলেন জেলা প্রশাসক
বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা বছরের প্রথম দিনের আগমনী উৎসব -। বাঙালি জাতির ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর হতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ও নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক এর নেতৃত্বে শোভা।
যাত্রাটি মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড় হয়ে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার ও পৌর প্রশাসক জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমা বিনতে আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আইসিটি জিনাত রেহানা, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, সহকারী কমিশনার এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট, মেহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু তৈয়ব মোঃ আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , সাংবাদিক উদ্যোক্তা সহ নোয়াখালী জেলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ব্যক্তিবর্গ,
নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করলেন জেলা প্রশাসক
স্কুল-কলেজের শিক্ষার্থীগণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনগণ শোভাযাত্রা অংশ গ্রহণ করেন। পর, মুক্তমঞ্চ, জেলা শিল্পকলা একাডেমি, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় সংগীত এবংএসো হে " বৈশাখ" গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া, বিসিক, নোয়াখাল্&৩৯;র সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখাল্#&৩৯;র মাঠে জেলার উদ্যোক্তাদের লোকজ মেলার বেলুন উড়িয়া শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় নোয়াখালী জেলা উদ্যোক্তা পণ্য উৎপাদনকারী সময়বায় সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিঠু উপস্থিত সিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে দলীয় ও একক গান, নৃত্য পরিবেশনের পর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা পরে বিচারপতি , নোয়াখালী জেলা প্রশাসক, এবং নোয়াখালী জেলার পুলিশ সুপার কর্তৃক বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও মেলার ষ্টল গুলো পরিদর্শন করন ধন্যবাদ জ্ঞাপন করেন।