শিরোনাম |
‘অবৈধ’ দাবি করে ভারতে ভেঙে ফেলা হলো মাদরাসা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ‘অবৈধ’ দাবি করে ভারতে ভেঙে ফেলা হলো মাদরাসা টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরেক ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল। অজ্ঞাত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ওয়াকফ আইনের সাম্প্রতিক সংশোধনীর আলোকে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বলা হচ্ছে, ৩০ বছর ধরে ‘অবৈধভাবে’ মাদরাসাটি পরিচালিত হচ্ছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশ ইউনিটের প্রধান ভিডি শর্মার অভিযোগের পর ওই মাদরাসা পরিচালকদের নোটিশ জারি করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুসারে, পরিচালক দাবি করেছেন যে, তিনি প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েত থেকে মাদরাসার জন্য অনুমতি নিয়েছিলেন। তবে পরে এলাকাটি পৌর কর্পোরেশনের এখতিয়ারভুক্ত করা হয়। যার কারণে অবকাঠামোটি ‘অবৈধ’ বলে বিবেচিত হয়। মাদরাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল বলে টাইমস অব ইন্ডিয়ার কাছে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা। |