রোববার ৯ নভেম্বর ২০২৫ ০১:১১:৪১ এএম
শিরোনাম নেত্রকোনায় মশাল মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক       মালদ্বীপ বিএনপির উদ্যোগে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।       ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত       আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে       নারী প্রার্থীদের আবেদনে নতুন নিয়ম       বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র       ১৩ মাথার নারকেল গাছ দেখতে দর্শকদের ভিড়      
পারমাণবিক অস্ত্র চাইলে ইরানকে চড়া মূল্য দিতে হবে : ট্রাম্পের হুঁশিয়ারি
ডোনাল্ড ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 15 April, 2025
পারমাণবিক অস্ত্র চাইলে ইরানকে চড়া মূল্য দিতে হবে : ট্রাম্পের হুঁশিয়ারি

পারমাণবিক অস্ত্র চাইলে ইরানকে চড়া মূল্য দিতে হবে : ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা থেকে না সরে আসে, তাহলে তাদেরকে ভয়াবহ প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। এমনকি সামরিক হামলার কথাও উড়িয়ে দেননি তিনি।

সোমবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা (ইরান) সময় নষ্ট করছে। তারা আমাদের ধীরে ধীরে টেনে নিচ্ছে। ওমানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও এক সিনিয়র ইরানি কর্মকর্তার বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করলেন।

যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই জানিয়েছে, ওমানে হওয়া এই আলোচনা ছিল ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’। আলোচনার দ্বিতীয় ধাপ হওয়ার কথা আগামী শনিবার, আর এটি হতে পারে ইতালির রোমে বলে জানিয়েছে একটি সূত্র।

গোপন সূত্রের মতে, এই বৈঠকগুলোতে মূলত আলোচনা হচ্ছে ভবিষ্যতে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে।
ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের চিন্তা বাদ দিতে হবে। তারা কোনোভাবেই এ ধরনের অস্ত্র পেতে পারবে না।

আর যদি ইরান সেই পথে অগ্রসর হয়, তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সামরিক হামলা পর্যন্ত গড়াতে পারে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘অবশ্যই সেই বিকল্পও রয়েছে।’ তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে। তাই তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে—না হলে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ইরানের সঙ্গে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি করেছিল। তবে ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি বাতিল করেন। পরবর্তীতে জো বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি।

এখন নতুন করে আবার আলোচনার পরিবেশ তৈরি হলেও, ট্রাম্পের এমন হুঁশিয়ারি পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।
 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com