শিরোনাম |
বন্ধন সমাজ কল্যান যুব সংগঠন,চাঁদপুর নামে মানবিক সংগঠনের আত্মপ্রকাশ
হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি
|
![]() কুরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় সংগঠনের সকল সদস্য নিজেদের মতবাদ ব্যক্ত করেন। সংগঠনের অভিষেক অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. তারেক আজিজ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন সংগঠনটির সভাপতি এডভোকেট রিয়াদ হোসেন মুনতাসীর। এ সময় তারা সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন কার্যকরী কমিটি: ১. *সভাপতি* – এডভোকেট রিয়াদ হোসেন মুনতাসীর ২.সহ-সভাপতি : ডা. শাখাওয়াত হোসেন ৩.সহ-সভাপতি – মোল্লা রিপন ৪.সহ- সভাপতি- ডা. মাহমুদুল হাসান সাব্বির ৫.সহ-সভাপতি – শফিকুল ইসলাম ৬.সহ-সভাপতি – মো.সোহেল হোসেন ৭. *সাধারণ সম্পাদক -* মো.তারেক আজিজ ৮.সহ-সাধারন সম্পাদক – মাহফুজুর রহমান জিলান ৯.সহ-সাধারন সম্পাদক- ফখরুল ইসলাম সাগর ১০. সহ-সাধারণ সম্পাদক – সিরাজুল ইসলাম জুয়েল ১১.যুগ্ন-সম্পাদক – মোস্তাফিজুর রহমান সাদ্দাম ১২. *সাংগঠনিক সম্পাদক-* জহির হোসেন ১৩. সহ-সাংগঠনিক – তোফায়েল হোসেন ১৪. প্রচার সম্পাদক – রাকিব হোসেন ১৫. সহ-প্রচার সম্পাদক – আহম্মেদ ওহী ১৬. দপ্তর সম্পাদক – মশিউর রহমান ১৭. সহ- দপ্তর -ইসহাক কামাল ১৮. কোষাধ্যক্ষ- নাঈম হোসেন ১৯. শিক্ষা বিষয়ক সম্পাদক- ফাহাদ হোসেন ২০. আইন বিষয়ক সম্পাদক – খাজা আনিসুর রহমান ২১. ধর্ম বিষয়ক সম্পাদক – মো.আকরাম হোসেন ২২. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- তানভীর হাসান ২৩. প্রবাসী বিষয়ক সম্পাদক – সাজ্জাদ হোসেন ২৪. সমাজ কল্যান সম্পাদক – আবু হানিফ রবিন এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন সাকিব আল হাসান,আহম্মেদ সায়মন,মুসাফির মুসা, আবু সায়েদ,মো. আলাউদ্দিন,শরীফ হোসেন আকাশ,রাকিব হোসেন,মো.রোকন এছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে রয়েছেন সাংবাদিক জাবেদ হোসেন,সাংবাদিক কাউসার উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,সাংবাদিক কামরুল হাসান, মাসুম রেজা, সাংবাদিক জসীম উদ্দিন,সাংবাদিক কামরুজ্জামান, সবুজ ভদ্র প্রমুখ! |