শিরোনাম |
আজ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন গায়িকা কেটি পেরি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আজ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন গায়িকা কেটি পেরি নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় ১১ মিনিট মহাকাশে অবস্থান করবে। এনএস-৩১ নামের এই মিশনকে ঐতিহাসিক বলা হচ্ছে। কারণ, ১৯৬৩ সালে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মহাকাশযাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে যাবে নিউ শেপার্ড মহাকাশযানটি। ব্লু অরিজিনের তথ্যমতে, মহাকাশ মিশনটি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতসহ (স্টেম) গণমাধ্যমে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোচনা করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে এসব ক্ষেত্রে ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মিশন পরিচালনা করা হচ্ছে। মহাকাশে প্রায় ১১ মিনিট অবস্থানকালে ভ্রমণকারীরা ওজনহীনতা অনুভব করবেন। এ ছাড়া ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্যও উপভোগ করতে পারবেন তাঁরা। |