শিরোনাম |
সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজে বাংলা ১৪৩২নববর্ষ বরণ
মাধবপুর প্রতিনিধি:
|
![]() সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজে বাংলা ১৪৩২নববর্ষ বরণ যাদের জন্যে শুরু হয়েছিল নববর্ষের ধারা, তাদেরও বুকে জাগায় আশা-ভরসার আলো।বাংলা নববর্ষআয়োজন কমিটির অন্যতম সদস্য জগদীশ দেবনাথ জানায় বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও আসছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা।রোভার স্কাউটের সাবেক লিডার আশরাফুল বারি খান শাকিল জানায়, বৈশাখ বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে।’ রোভার স্কাউট সদস্য সুমাইয়া আক্তার জানায় কলেজ বিভিন্ন অনুষ্ঠানে রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহন করে। পয়লা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। শোভাযাত্রা শেষ কলেজের শিক্ষার্থীরা ও শিক্ষিকা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে। |