শিরোনাম |
‘দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে এভাবেই আমরা বারবার একত্রিত হবো’
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ‘দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে এভাবেই আমরা বারবার একত্রিত হবো’ গতকালের এই কর্মসূচি নিয়ে আজ রবিবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে মিজানুর রহমান আজহারি জানিয়েছেন, প্রয়োজনে বারবার এভাবে মিলত হবে দেশবাসী। পোস্টে তিনি বলেন, ‘গতকাল ঢাকার চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক! ন্যায়ের পক্ষে ইমানি হাজিরা! ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল তা হলফ করে বলা মুশকিল। দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হবো। এভাবেই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।’ |