শিরোনাম |
জামিন পেলেন আওয়ামীপন্থী দুই নারী আইনজীবী
নিজস্ব প্রতিবেদক :
|
জামিন পেলেন আওয়ামীপন্থী দুই নারী আইনজীবী রবিবার (১৩ এপ্রিল) ঢাকা
মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে দশ হাজার টাকার
মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে এ মামলায় গত ৬
এপ্রিল আওয়ামীপন্থী ৮১ আইনজীবী আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। এদের মধ্যে
২০ জনের জামিন আবেদন মঞ্জুর করা হয়। তবে ৬৩ জনকে কারাগারে
পাঠানোর আদেশ দেন। সেই আদেশ শুনে দুই আইনজীবী আদালত থেকে পালিয়ে যায়। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪
আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে
অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক
সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় ভুক্তভোগী আইনজীবী
মামলা শুনানি শেষে করে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তখন আসামি আনোয়ার
শাহাদাৎ শাওন হেলমেট পরে পিস্তল দিয়ে হত্যার উদ্দেশে গুলি তাক করেন। আসামি ওয়াকিল
লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন৷
এছাড়া অন্য আসামিরা স্লোগান দিয়ে বাদীসহ অন্য আইনজীবীদের কিলঘুষি মারে এবং লোহার
রড ও লাঠি দিয়ে এলোপাথারি মারাত্মক আঘাত করে। আসামিরা বিএনপি পন্থী আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও লাখ লাখ টাকার মূল্যে
মালামাল লুটপাট করে নিয়ে যায়। আসামিরা আশেপাশের আইনজীবীদের প্রাণনাশের হুমকি
প্রদান করে। আসামিরা ঢাকা আইনজীবী সমিতির চেম্বার ভবন ও ভবনের গুরুত্বপূর্ন
আসবাবপত্র ভাঙচুর করে এক কোটি টাকার ক্ষতি সাধন করেন। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি
আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী
সদস্য মোহাম্মদ আলী বাবু। |