শিরোনাম |
এক মাসের মধ্যেই কমবে ওজন, জিম করতেও হবে না, সহজ ও স্বাস্থ্যকর উপায় জানালেন মাধবন
নিজস্ব প্রতিবেদক :
|
এক মাসের মধ্যেই কমবে ওজন, জিম করতেও হবে না, সহজ ও স্বাস্থ্যকর উপায় জানালেন মাধবন ২০২২-এর ‘রকেট্রি’
ছবির জন্য অনেকখানি ওজন বাড়াতে হয়েছিল মাধবনকে। তার পর ‘শয়তান’
ছবি ও নানা ওয়েব সিরিজ়ের জন্য ফের ওজন কমাতে হয়। সেই সময়ে ঠিক কী ভাবে দ্রুত ওজন কমিয়েছিলেন সে রহস্য ফাঁস করেছেন মাধবন। জানিয়েছেন কিছু টোটকাও। ওজন কমাতে মাধবনের টোটকা— ১)
ইন্টারমিটেন্ট ফাস্টিং ২)
সন্ধ্যা পৌনে সাতটার মধ্যে রাতের খাওয়া ৩)
বেলা ৩টের পরে কোনও রকম কাঁচা ফল বা স্যালাড না খাওয়া ৪)
সকালে ঘণ্টাখানেক হাঁটা ও রাতে তাড়াতাড়ি ঘুম ৫)
প্রচুর পরিমাণে সবুজ শাকসব্জি খাওয়া ৬)
পর্যাপ্ত জল খাওয়া ওজন কমাতে ইন্টারমিটেন্ট ফাস্টিং এখন খুবই জনপ্রিয়। কেবল তারকারা নন,
কমবেশি সকলেই এই পদ্ধতি মেনে চলার চেষ্টা করছেন। তবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করার কিছু নিয়ম আছে,
তা পুষ্টিবিদের পরামর্শ নিয়েই করতে হয়। এই ডায়েটে খাবারের ক্ষেত্রে তেমন কড়া বিধি-নিষেধ থাকে না। দিনে ছয় থেকে আট ঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় খাবার খেয়ে ফেলতে হয়। আর বাকি সময়টা অর্থাৎ,
১৪ থেকে ১৬ ঘণ্টা উপোস করেই কাটাতে হয়। সঠিক উপায় অনুযায়ী ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’
মেনে চললে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে,
কোলেস্টেরল হ্রাস পায় এবং শরীরও চাঙ্গা থাকে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ খাবার খেলে বিপাকহারও নিয়ন্ত্রণে থাকে। এতে ক্যালোরিও কম যায় শরীরে। মেদ ঝরে খুব তাড়াতাড়ি। তবে প্রত্যেকের শরীরের গঠন ও বিপাকের হার আলাদা। তাই ফাস্টিং করতে হলে অবশ্যই চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি। |