শিরোনাম |
বাংলাদেশের বাজারে গুগল টিভি
নিজস্ব প্রতিবেদক :
|
বাংলাদেশের বাজারে গুগল টিভি রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বেস্ট ইলেক্ট্রনিক্স ঘোষণা দেয়, এখন থেকে তাদের প্রতিটি শোরুমে তোশিবার এ অত্যাধুনিক টিভিগুলো পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন,
‘২০১৩ সাল থেকে আমরা তোশিবার পণ্য বাজারজাত করছি। এর দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও অত্যাধুনিক প্রযুক্তি আমাদের ক্রেতাদের আস্থা অর্জন করেছে।’ তোশিবার এই স্মার্ট গুগল টিভি তৈরিতে সহায়তা করছে বাংলাদেশের অন্যতম আধুনিক টিভি ফ্যাক্টরি র্যাঙ্কন ইলেক্ট্রনিক্স। র্যাঙ্কনের ডিভিশনাল ডিরেক্টর ঈয়ামিন শরীফ চৌধুরী জানান,
‘আমরা নিশ্চিত করতে চাই আন্তর্জাতিক মানের পণ্য, যাতে দেশীয় ক্রেতারা সহজে বিশ্বমানের অভিজ্ঞতা পান।’ এ যৌথ উদ্যোগের ফলে গ্রাহকরা শুধু আধুনিক টিভি-ই নয়, পাচ্ছেন টেকসই,
দৃষ্টিনন্দন এবং সাশ্রয়ী দামে একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তি অভিজ্ঞতা,
যা নিঃসন্দেহে বাংলাদেশের স্মার্ট টিভি জগতে একটি বড় সংযোজন। |