শিরোনাম |
আওয়ামীলীগ একটি গজবের নাম, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জাতি গজব থেকে মুক্তি পেয়েছে :
-অধ্যাপক আশরাফ আলী আকন
নোয়াখালী প্রতিনিধি :
|
![]() পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারসহ সকল গুম, খুন, ধর্ষণ ও অরাজকতার বিচার, আইন শৃংখলার পরিস্থিতির উন্নতি, প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধান ও বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ প্রতিষ্ঠার দাবিতে, শনিবার (১২ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী রেলওয়ে চত্ত্বরে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আশরাফ আলী আকন আরও বলেন, অতীতে শুভঙ্করের ফাঁকি দিয়ে দেশের মানুষকে রাজা প্রজায় বিভক্ত রাখা হয়েছিল। সিস্টেমগত ত্রুটির ফাঁকফোকরের মাধ্যমে স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত স্বৈরাচার শাসকের কবলে পড়েছিল দেশের মানুষ। এজন্য পিআর তথা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার তৈরির পথ বন্ধ হবে। দেশের সকল মানুষের ভোটাধিকারের মূল্যায়ন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে যে ৪ টি প্রস্তাবনা দিয়েছে, তা কার্যকর হলে অবশ্যই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ![]() অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, নতুন বাংলাদেশে অনেকে পতিত স্বৈরাচারের রূপধারণ করতে চাচ্ছে। হানাহানি, দখলদারি ও টেন্ডারবাজির মাধ্যমে জনমনে আতংক ছড়াচ্ছে। সচেতন জনগণ এদের শক্ত হাতে প্রত্যাখ্যান করবে। সংস্কার তৎপরতায় বিরোধিতা জনগণের প্রত্যাখ্যানের ভয়েই হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে প্রত্যাবর্তনে সরকারের ভূমিকা প্রশংসনীয়। তবে উদ্যোগটি আরো জোরালো হতে হবে। দেশের শিক্ষাঙ্গনে নামধারী কিছু ছাত্র সংগঠন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে পুরনো আধিপত্যবাদী চরিত্র প্রদর্শন করে ক্যাম্পাসের পরিবেশ বিনষ্ট করছে। এদের শক্ত হাতে প্রতিহত করতে হবে সচেতন ছাত্র সমাজকে। পাঠ্য বইয়ে এখনো এদেশের মানুষের বোধ বিশ্বাসের প্রতিফলন ঘটেনি। ইসলামী শিক্ষানীতি তৈরি হয়নি বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের জন্য। সরকারের এসব বিষয়ে নির্বিকার থাকা নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করিনা। জুলাই বিপ্লবে ছাত্র জনতা রক্ত এজন্য দেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফেয মাওলানা নজীর আহমাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুর রহীম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ মুনতাসির আহমাদ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইউসুফ ভূঁইয়া। কেন্দ্রীয় দাওয়াহ ও অফিস সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক রাগিব ওমর রাসেল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মহিউদ্দিন। জনসভায় অন্যান্যের মাজে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সহ-সভাপতি মুফতী মুহাম্মাদ আসেম, মাস্টার নেয়ামত উল্লাহ, নোয়াখালী জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ফিরোজ আলম, বামুক নোয়াখালী জেলা উত্তরের সদর মাওলানা হোসাইন আহমাদ কালিকাপুরী, জাতীয় শিক্ষক ফোরাম নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি জিএম মাহমুদুল হাসান হামিদী, জেলা দক্ষিণের সভাপতি ইকবাল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি ডাঃ শাহাদাত হোসাইন শাহীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মুহাম্মাদ শিব্বির আহমাদ, জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ওয়ালী উল্লাহ, নোয়াখালী সরকারি কলেজ সভাপতি মুহাম্মাদ আব্বাস উদ্দিন, চৌমুহনী এসএ কলেজ সভাপতি মুহাম্মাদ আল আমীন সহ জেলা ও থানা নেতৃবৃন্দ। |