মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ০৬:০৪:১৫ এএম
শিরোনাম আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে : ডিএমপি কমিশনার       নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশী নয়: নজরুল ইসলাম       কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা       বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা       ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার       পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক       এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব      
কিশোরগঞ্জে হাসিনাসহ ৩১৫ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 26 March, 2025
কিশোরগঞ্জে হাসিনাসহ ৩১৫ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে হাসিনাসহ ৩১৫ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ৩১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বছর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া হাসিনাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এই মামলা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

সোমবার (২৪ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্র মো. তরিকুল ইসলাম। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং গুরুদয়াল সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার সেতু থেকে শহীদী মসজিদ এলাকায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে গুলি ছোড়া হয়, যাতে কয়েকজন আহত ও তিনজন নিহত হন।


মামলায় ১৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি শেখ হাসিনা ছাড়াও আসামিদের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। মামলার বাদী তরিকুল ইসলাম অভিযোগ করেছেন যে, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাদের দমন করার চেষ্টা করা হয়েছে।

এই মামলার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্র-জনতার পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অপরদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে আখ্যা দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মামলার তদন্তের ভিত্তিতে ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিয়ে সবার নজর রয়েছে। জনগণ এখন এই ঘটনার ন্যায়বিচার ও যথাযথ আইনানুগ পদক্ষেপের অপেক্ষায় আছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com