সোমবার ২১ এপ্রিল ২০২৫ ০২:০৪:০৫ এএম
শিরোনাম নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই       জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্ছুর।       গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না : ড. মাসুদ        প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন       রাষ্ট্রের দুই অঙ্গের সমমর্যাদায় বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি       প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন       আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর      
প্রকাশ পেল সুশান্ত মৃত্যুর চূড়ান্ত রায়
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 24 March, 2025
প্রকাশ পেল সুশান্ত মৃত্যুর চূড়ান্ত রায়

প্রকাশ পেল সুশান্ত মৃত্যুর চূড়ান্ত রায়

বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা যান গত পাঁচ বছর আগে ২০২০ সালের ১৪ জুন। অভিনেতার হঠাৎ এমন মৃত্যুতে তোলপাড় হয় গোটা ভারতে। পাঁচ বছর কেটে গেলেও তার মৃত্যুর ধোঁয়াশা যেন কাটছিলই না। অবশেষে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ইতি টানলো সুশান্তের মৃত্যু রহস্যের।
গত শনিবার (২২ মার্চ) মুম্বাইয়ের আদালতকে সিবিআইর পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়। প্রাথমিকভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। চূড়ান্ত রিপোর্টে সেটাই নিশ্চিত করলো ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। রিপোর্টে জানানো হয়, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে খুন বা মাদক সংক্রান্ত কোনও দিক উঠে আসেনি।

বলা বাহুল্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মুম্বাইয়ে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। সে সময় সুশান্তের পরিবার বিষয়টিকে আত্মহত্যা বলে মানতে কোনভাবেই রাজি হননি। তাদের দাবি ছিল, এটি নিছক আত্মহত্যা নয়, তাকে মেরে ফেলা হয়েছে বা আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়েছে। এমনকি অভিনেতার পরিবারের দিক থেকে আঙুল ওঠে রিয়া চক্রবর্তীর দিকে। এমনকি রিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি অভিনেতার টাকা আত্মসাৎ করেছেন।

এদিকে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন স্থান থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তিগত প্রমাণ, একাধিক চিকিৎসা মতামত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কোনও অনিয়ম খুঁজে পাইনি। তাই, মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে দুটি সম্পর্কিত মামলায় একটি ক্লোজার রিপোর্ট দাখিল করা হয়েছে।’

জানা যায়, প্রথম মামলায় সুশান্তের বাবা কে কে সিং বিহার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে রিয়া চক্রবর্তী এবং তার পরিবার তার ছেলেকে আত্মহত্যায় প্ররোচিত করেছিলেন এবং তার ১৫ কোটি টাকার তহবিল আত্মসাৎ করেছিলেন।

পরবর্তীতে দ্বিতীয় মামলাটি করেন প্রয়াত অভিনেতার বোন প্রিয়াঙ্কা সিং। তিনি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের একজন ডাক্তারের বিরুদ্ধে সুশান্তকে পরামর্শ ছাড়াই মানসিক ওষুধ দেয়ার অভিযোগে এবং জাল প্রেসক্রিপশন ব্যবহার করার অভিযোগে দায়ের করেছিলেন। যদিও সেই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কোনও মামলায় ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র: দ্য হিন্দু



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com