শিরোনাম |
৯৮তম অস্কারে উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কোনান ও’ব্রায়েন
নিজস্ব প্রতিবেদক :
|
![]() এমন ঘোষণার পর এক বিবৃতিতে ও’ব্রায়েন মজা করে বলেছেন ‘আমি আগামী বছর অস্কারের উপস্থাপক হওয়ার একমাত্র কারণ হল, আমি অ্যাড্রিয়েন ব্রডিকে তার বক্তৃতা শেষ করতে শুনতে চাই।’ এছাড়া ওই ঘোষণায় একাডেমীর সিইও বিল ক্র্যামার এবং সভাপতি জ্যানেট ইয়াং এমি-বিজয়ী অস্কারের পুরো অনুষ্ঠান তত্বাবধান ও প্রযোজনা দলের মূল কারিগর রাজ কাপুর এবং কেটি মুলানের প্রত্যাবর্তনের বিষয়টিও নিশ্চিত করেছেন, যারা টানা তৃতীয় বছরের জন্য অনুষ্ঠানটি তৈরির জন্য পর্দার পেছনে নেতৃত্ব দেবেন। প্রসঙ্গত, ‘৯৮তম অস্কারের জন্য কোনান, রাজ, কেটি, জেফ এবং মাইককে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত!’, ক্র্যামার এবং ইয়াং একটি যৌথ বিবৃতিতে বলেছেন। |