সোমবার ২১ এপ্রিল ২০২৫ ০১:০৪:৩৩ এএম
শিরোনাম নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই       জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্ছুর।       গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না : ড. মাসুদ        প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন       রাষ্ট্রের দুই অঙ্গের সমমর্যাদায় বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি       প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন       আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর      
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
জবি প্রতিনিধি,
Published : Saturday, 22 March, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির ইসলাম নাসির, জবি ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা, গণমাধ্যমকর্মীসহ প্রায় এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী।

অনুষ্ঠানে বিশেষভাবে জুলাই আন্দোলনের আহত কর্মী ও শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, "আমরা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে আছি, যখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদের সামনে আরেকটি কঠিন আন্দোলনের প্রয়োজন হতে পারে। কারণ, একটি মহল সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের মোকাবিলায় সবাইকে একসাথে থাকতে হবে।"

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ইসলাম নাসির বলেন, "গত সাড়ে ১৫ বছরে আমাদের চলমান আন্দোলন-সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জবি ছাত্রদলের প্রতি আগের মতোই বিশেষ গুরুত্ব দিয়ে দৃষ্টিপাত করবেন। কোনো ধরনের বৈষম্য অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না।"

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "যখনই জাতীয় সংকট এসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় সাহসিকতার সাথে এগিয়ে এসেছে। অনেকে বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বরাবরই দেশ ও জনগণের স্বার্থে অসামান্য ভূমিকা রেখেছে। বিশেষ করে গত জুলাই-আগস্টের আন্দোলনে জবির ছাত্রদলের অংশগ্রহণ ছিল অনন্য উদাহরণ।"



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com