শিরোনাম |
ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন
জবি প্রতিনিধি,
|
![]() ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে, মানববন্ধনে বক্তারা বিশ্ব নেতাদের প্রতি ইসরায়েলি হামলা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮৩ জনই শিশু। যদিও ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হয়, কিন্তু মঙ্গলবার সেই চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল পুনরায় গাজায় বোমা বর্ষণ শুরু করে। জবিশিস আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনটি সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিক ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে, ইসরায়েলি পণ্য এবং তাদের মিত্র রাষ্ট্রগুলোর পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনের শেষ পর্যায়ে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের মুক্তি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে তাদের অবিচল সহমর্মিতা প্রকাশ করেন। |