শিরোনাম |
ইসলামের পথ বেছে নেয়া জীবনের বেস্ট ডিসিশন- লুবাবা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() দীর্ঘদিন ধরেই নানা আলোচিত কাণ্ডে সংবাদের শিরোনাম হয়ে আসছে লুবাবা। প্রায়শই নেটিজেনদের কাছে পরিণত হয় হাসির খোরাকে। তবে তার বয়স বিবেচনায় এসব চর্চা থেকে সরে আসে সকলে। সম্প্রতি সিমরিন লুবাবা আবারও সংবাদের শিরোনাম! এখন তবে প্রেক্ষাপট ভিন্ন। অনেকদিন ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে এনেছে লুবাবা। যদিও নিয়মিত রয়েছে ভ্লগিংয়ে। স্যোশাল মিডিয়ায় ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করছে নিয়মিত; এছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে দিন কে দিন। বলা বাহুল্য, তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন; ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এই শিশুশিল্পী শোনাল পরকালের কথা। প্রসঙ্গত, ঐ সাক্ষাৎকারে লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান। লুবাবাকে বলতে শোনা যায়, 'আশেপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য- পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়ে-টা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন।' |