শিরোনাম |
'ও আর কি গৌরী খুঁজবে!' সালমানকে আমিরের খোঁচা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() 'ও আর কি গৌরী খুঁজবে!' সালমানকে আমিরের খোঁচা নাম গৌরী স্প্র্যাট। যদিও বলিউডে এতদিন গৌরী নাম শুনলেই প্রথম মাথায় আসত শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের কথা। অবশেষে এবার আরও এক গৌরীর সন্ধান মিললো। যদিও স্প্র্যাট পদবি থেকে খান হয়ে উঠতে পারেন কি না, তা সময় বলবে। বহু আগেই শাহরুখ তার গৌরীকে পেয়েছে। কয়েক বিয়ের পর অবশেষে আমিরও পেল এবার বাকি পড়ে রইলেন শুধু সালমান খান। সাংবাদিকরা মজার ছলে প্রশ্ন করলো, তবে কি সালমানের এবার গৌরী খুঁজে নেওয়া উচিত? তাতেই বন্ধুকে নিয়ে মশকরা করলেন আমির! বয়স ষাট ছুঁই ছুঁই সালমানের। জীবনে একাধিক নারীসঙ্গ হয়েছে তার। বহু নায়িকাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।কিন্তু প্রেমে পরিণতি পাওয়া হয়নি। একসময় বলিউডের অন্যতম সুপুরুষের তকমা দেওয়া হত তাকে। যদিও এখন বয়স বেড়েছে, বয়সের ছাপ পড়েছে চোখেমুখে। অভিনেতার প্রাক্তন প্রেমিকারা যদিও সকলেই প্রায় বিয়ে করে সংসারী। কিন্তু একা রয়ে গিয়েছেন ভাইজান। এদিকে তার সমসাময়িক অন্য দুই খান, আমির ও শাহরুখ দু’জনেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন। আমিরের দু’বার বিয়ে ভেঙেছে। তারপর ফের গৌরীর মধ্যে প্রেম খুঁজে পেয়েছেন। অন্যদিকে, শাহরুখ ও গৌরী খানের প্রায় ৩৩ বছরের দাম্পত্য জীবন। কিন্তু বন্ধু সালমানকে নিয়ে সন্দিহান আমির। সালমানেরও গৌরী খোঁজা উচিত কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, “ও আর কী গৌরী খুঁজবে! নিজের জন্য যেটা ভাল সেটা করছে। ” যদিও নিজের নতুন প্রেমিকাকে বলিউডের পুরনো দুই বন্ধু শাহরুখ ও সালমানের সঙ্গে প্রথমে আলাপ করান আমির। |