শিরোনাম |
‘শেখ পরিবারের কি এক্টাবস্থা!’
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ‘শেখ পরিবারের কি এক্টাবস্থা!’ সেখ জুয়েলের আধার কার্ড ঘেঁটে দেখা গেছে, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬। এদিকে সেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন (ঝঐঅওকঐ ঝঅখঅটউউওঘ)। পিতা সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা। দেশের একটি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে সেই নিউজটি নিজের ফেইসবুক ওয়ালে শেয়ার করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানৃ পিতার’ উত্তরাধিকার শেখ পরিবারের কি এক্টাবস্থা!’ উল্লেখ্য, সেখ সালাহউদ্দীন জুয়েল একজন ব্যবসায়ী। তিনি ৩০ ডিসেম্বর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো কপালে চোখ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। রীতিমতো বিব্রতবোধ করছে দেশের সচেতন মহল। বলছে, শেখ পরিবারের এমন প্রভাবশালী সদস্যের এমন কাজ করাটা কোনোভাবেই মানায়নি। এটা দেশ ও জাতীর সাথে রীতিমত প্রতারণা। তবে শুধু সেখ জুয়েল নন। একাধিক সূত্র জানিয়েছে, দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। |