রোববার ২৩ মার্চ ২০২৫ ২০:০৩:২৮ পিএম
শিরোনাম সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: শহীদ উদ্দীন এ্যানি       রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন       নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান       একনেকে ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন        ৭১ ও ২৪ এক কাতারে আনতে রাজি নয় বিএনপি       স্ত্রীসহ সাবেক এমপি শিখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা       সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ২ কোটি ৩২ লাখ টাকা ফ্রিজ      
কুষ্টিয়া সদর হাসপাতালে ডাঃ ও ওষুধ কোম্পানির প্রতিনিধি মিলে গড়ে তুলেছে সিন্ডিকেট চক্র, ব্যবস্থাপত্র নিয়েও চলে টানাহেঁচড়া
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 13 March, 2025
কুষ্টিয়া সদর হাসপাতালে ডাঃ ও ওষুধ কোম্পানির প্রতিনিধি মিলে গড়ে তুলেছে সিন্ডিকেট চক্র, ব্যবস্থাপত্র নিয়েও চলে টানাহেঁচড়া

কুষ্টিয়া সদর হাসপাতালে ডাঃ ও ওষুধ কোম্পানির প্রতিনিধি মিলে গড়ে তুলেছে সিন্ডিকেট চক্র, ব্যবস্থাপত্র নিয়েও চলে টানাহেঁচড়া

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। দিন-ভোর ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দখলে থাকে সদর হাসপাতাল চত্বর। ডাক্তার ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে নানা হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। চিকিৎসকের কক্ষে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও তোয়াক্কা করছে না কেউই। রোগী ডাক্তার এর কক্ষ থেকে বের হলেই নারী-পুরুষের ব্যক্তিগত ব্যবস্থাপত্র নিয়ে চলে টানাহেঁচড়া। এতে করে বিব্রত অবস্থায় পড়ছেন তারা। বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় এমনই চিত্র, চিকিৎসকের কক্ষের সামনে ও ভিতরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যেনো জটলা ভীড় লেগেই আছে, শুধু তাই নয় গায়ে গায়ে ধাক্কা-ধাক্কিও যেনো থেমে নেই। রোগীর অবস্থান অবস্থায় রোগীদের ব্যবস্থাপত্র নিয়েও চলে টানাহেঁচড়া। ছবিও তোলেন, সাথে দেখেন কোন কোম্পানির ওষুধ লেখা হয়েছে। অনেকেই আবার নিজেদের মোবাইল নম্বর অথবা ভিজিটিং কার্ড দিয়ে রোগী বা তার স্বজনদের বিভিন্ন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য কৌশলে পরামর্শও দেন। নির্দিষ্ট সময়ে বাইরে তারা ভিজিট করে রোগীদের চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে। রোগী চিকিৎসকের রুমে প্রবেশ করলেই ঐ কক্ষের সামনে ১০-১২ জন ওষুধ কোম্পানির প্রতিনিধি ভিড় জমায়। এতে করে সৃষ্টি হয় রোগীদের চরম ভোগান্তি‌। আবার কেউ কেউ রোগীকে অপেক্ষায় রেখে তাদের ভিজিট সেরে নিচ্ছেন। এর বাইরেও প্রতিনিয়তই চোখে পড়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নানান দৃশ্য। এমনকি অভিযোগ উঠেছে ডাক্তার সহ তার সহযোগী রোগীদের প্রেসক্রিপশন তাদের ফোন দিয়ে ছবি তুলে রাখেন এছাড়াও সরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়া মাত্রই শুরু হয় বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাদের পথ গতিরোধ করে ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করে ছবি তুলে রাখেন। প্রতিনিয়তই দেখা যায় জরুরী বিভাগে চিকিৎসকের কক্ষের সামনেও ভিড়ে জটলা বেঁধে আছে। সেই ভীড়ে ঠেলে চিকিৎসকের কক্ষে ঢুকতে হয় রোগীদের। আবার ভিতরে প্রবেশ করলেও দেখা যায় সেখানে চলছে ভিজিট। এভাবেই প্রতিদিন সরকারি এ হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থানরত ইয়াসিন আলি আশিক নামের এক রোগী জানান, ডাক্তার এর সাথে দেখা করতে এসেছি সেখানে আমার ফাইল নিয়েও করেন টানাহেঁচড়া। সিস্টাররাও তাদের কাছে রয়েছে বন্দি। মনে হচ্ছে বন্ধুতের বন্ধন গড়ে তুলেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগীরা বলেন, আমরা ডাক্তারের রুমে ঢুকেই দেখি চিকিৎসকের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধি কেউ বসে আছে কেউ বা দাঁড়িয়ে কথা বলছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ডাক্তারের কাছে থেকে চিকিৎসা নিয়েছি। এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা জানান, এবিষয়টি দ্রুত কতৃপক্ষ পদক্ষেপ নিয়ে ভোগান্তির শিকার হতে আমাদের মুক্ত করবেন, এমনটাই প্রত্যাশা করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com