শিরোনাম |
মাহমুদুল্লাহকে সম্মান জানাল আইসিসি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মাহমুদুল্লাহকে সম্মান জানাল আইসিসি আইসিসি ইভেন্টে বাংলাদেশের অন্যতম পারফর্মার মাহমুদুল্লাহকে বিদায় বেলায় সম্মান জানিয়েছে আইসিসি। ৩৯ বছর বয়সি এই ক্রিকেটারকে বিদায়ী সম্মান স্বরূপ একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যেখানে ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর শূন্যে উড়াল দিয়ে মাহমুদুল্লাহকে উদযাপন করতে দেখা গেছে। আইসিসির প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, গ্যালারির উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছোড়েন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহর বিদায় বেলায় তার সেই কীর্তি সবাইকে দেখিয়ে বিশেষ সম্মান জানিয়েছে আইসিসি। যার ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা মাহমুদুল্লাহর কাছে বিশেষ কিছু। উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেঞ্চুরিটাই মাহমুদুল্লাহর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি। এরপর ওয়ানডেতে আরও দুটি সেঞ্চুরি করেছেন। সেই দুটিও এসেছে আইসিসি ইভেন্টে। মাহমুদুল্লাহ ২০০৭ সালে অভিষেকের পর অবসর ঘোষণার আগে দেশের হয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলে মাহমুদুল্লাহ করেছেন ১১০৪৭ রান। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩১.৮৩ গড়ে ব্যাটিং করেছেন। ৯ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৬ ফিফটি। |