বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ২৩:০৩:৪৬ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Thursday, 13 March, 2025
বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির নেতা মুন্সি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের ইসলামপুর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মুন্সি আসাদুজ্জামান আসাদ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলার বুধন্তি ইউনিয়নের বাসিন্দা।  

বিজয়নগর উপজেলার তিতাস নদী থেকে বালু উত্তোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সেখানে বালু উত্তোলনের সঙ্গে বিএনপির নেতা মুন্সী আসাদুজ্জামান আসাদ জড়িত বলে উল্লেখ করা হয়।

উপজেলার বুধন্তি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন, বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদটিকে মিথ্যা দাবি করে প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরে মানববন্ধন করেন। মানববন্ধনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চমক ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিবুর সরকার, বুধন্তি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, বুধন্তি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সরকার, জেলা ওলামাদলের আহবায়ক কমিটির সদস্য মাওলানা মো. আইয়ুব খান, ইসলামপুর নতুন প্রজন্মের সভাপতি সালাউদ্দিন মিশু ও সাধারণ সম্পাদক জাবেদ মিয়া ও বিএনপির নেতা মুন্সি আসাদুজ্জামান আসাদ। 

বক্তারা বলেন, তিতাস নদীর বুধন্তি এলাকায় বালু উত্তোলন নিয়ে আসাদুজ্জামানে বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি মিথ্যা। আসাদুজ্জামান বিএনপির একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তার প্রতিপক্ষরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব করিয়েছেন। ফেসবুকে ফেক আইডি দিয়ে শশই গ্রামের লোকজন ও আসাদুজ্জামানের প্রতিপক্ষরা এসব করাচ্ছেন। আমরা এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।   
মানববন্ধনে উপস্থিত থাকা মুন্সি আসাদুজ্জামান আসাদ বলেন, তিতাসের যে জায়গায় বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেখানো কোনো বালু উত্তোলন হচ্ছে না। আমার বিরুদ্ধে চক্রান্ত করতেই এসব সংবাদ করানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com