বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ২৩:০৩:০৩ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
দল বেঁধে ওমরাহ পালন জামালদের
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 March, 2025
দল বেঁধে ওমরাহ পালন জামালদের

দল বেঁধে ওমরাহ পালন জামালদের

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৫ মার্চ শিলংয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ ম্যাচকে সামনে রেখে বর্তমানে সউদী আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ দল। গত তিন বছর ধরে নানা সময়ে সউদী আরবে এমন অনুশীলন ক্যাম্পই করছেন জামাল ভূঁইয়ারা। পাশাপাশি অনুশীলন বিরতিতে তারা পালন করছেন ওমরাহও। এ ধারাবাহিকতায় গতকাল অনুশীলন বিরতিতে মক্কায় ওমরাহ পালন করেন জাতীয় দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা। এসময় দলের অমুসলিম ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা তায়েফে টিম হোটেলে অবস্থান করেন।
এদিকে সউদী আরব থেকে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ক্যাম্পে যোগ দিতে কাল স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় জেদ্দায় পৌঁছান বাাংলাদেশের ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। সেখান থেকে তায়েফের টিম হোটেলে ওঠেন তিনি। জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ওমরাহ পালন নিয়ে বলেন, ‘গত ২/৩ বছর আমরা সউদী আরবে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই ওমরাহ পালন করেছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক এবং ভালো। আমাদের জন্য দোয়া করবেন, দলের সবাই সুস্থ আছে।’
ওমরাহ পালনের ফলে দলের মনোযোগ আরও বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া, ‘আমি আগেও জাতীয় দলের সঙ্গে দুইবার ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। এটা হলো তৃতীয়বার। মক্কা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সউদী আরবে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। সবাই এখানে আসার জন্য উদগ্রীব থাকে। এতে আমাদের মনোযোগ বেড়ে যাবে।’
সুদানের বিপক্ষে সউদীতে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছেন দলের সবাই। ম্যানেজার আমের খান বলেন,‘আজ (গতকাল) আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে নিজের কাছেও খারাপ লাগতো। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেওয়া হয়েছে।’
সউদী আরবে ক্যাম্প করে ১৭ মার্চ রাতে দেশে ফিরবেন জামাল ভূঁইয়ারা। ঢাকায় ফেরার পর ২০ মার্চ ভারতে যাবে বাংলাদেশ দল। ভারতে যাওয়ার আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাটেডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। ১৯ মার্চ ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার। হামজাকে ঢাকায় বরণ করে নেয়ার নানা পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে এশিয়ার ২৪টি দেশ ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে ২০২৭ সালে সউদী আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com