শিরোনাম |
দল বেঁধে ওমরাহ পালন জামালদের
নিজস্ব প্রতিবেদক :
|
![]() দল বেঁধে ওমরাহ পালন জামালদের এদিকে সউদী আরব থেকে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ক্যাম্পে যোগ দিতে কাল স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় জেদ্দায় পৌঁছান বাাংলাদেশের ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। সেখান থেকে তায়েফের টিম হোটেলে ওঠেন তিনি। জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ওমরাহ পালন নিয়ে বলেন, ‘গত ২/৩ বছর আমরা সউদী আরবে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই ওমরাহ পালন করেছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক এবং ভালো। আমাদের জন্য দোয়া করবেন, দলের সবাই সুস্থ আছে।’ ওমরাহ পালনের ফলে দলের মনোযোগ আরও বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া, ‘আমি আগেও জাতীয় দলের সঙ্গে দুইবার ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। এটা হলো তৃতীয়বার। মক্কা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সউদী আরবে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। সবাই এখানে আসার জন্য উদগ্রীব থাকে। এতে আমাদের মনোযোগ বেড়ে যাবে।’ সুদানের বিপক্ষে সউদীতে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছেন দলের সবাই। ম্যানেজার আমের খান বলেন,‘আজ (গতকাল) আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে নিজের কাছেও খারাপ লাগতো। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেওয়া হয়েছে।’ সউদী আরবে ক্যাম্প করে ১৭ মার্চ রাতে দেশে ফিরবেন জামাল ভূঁইয়ারা। ঢাকায় ফেরার পর ২০ মার্চ ভারতে যাবে বাংলাদেশ দল। ভারতে যাওয়ার আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাটেডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। ১৯ মার্চ ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার। হামজাকে ঢাকায় বরণ করে নেয়ার নানা পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে এশিয়ার ২৪টি দেশ ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে ২০২৭ সালে সউদী আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট। |