শিরোনাম |
আসছে হেনা-নাজিমের 'বউয়ের বিয়ে'
নিজস্ব প্রতিবেদক :
|
![]() কামরুল ইসলামের সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং, বর্তমানে কাজ চলছে সম্পাদনার টেবিলে। নাটকটিতে উঠে এসেছে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ ও প্রেমের গল্প। ‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোমান্টিক কমেডি। সঙ্গে আছে ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন। মূলত এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।’ প্রসঙ্গত, হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন।নাটকটি সিএভভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। |