শিরোনাম |
নারীদের বোরখা পরার আহ্বান অহনার
নিজস্ব প্রতিবেদক :
|
![]() নারীদের বোরখা পরার আহ্বান অহনার অহনা বলেন,'আমার কাছে একটু ঢিলেঢালা পোশাক সব সময়ই ভালো লাগে। একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল বোরকা যারা পরতে চান, তারা নাজাতের শোরুমে ঘুরে যেতে পারেন। আপনারা আসেন ভালো লাগবে।'এসময় বোরকা পরে খুব ভালো লাগছে বলেও জানান এই অভিনেত্রী। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন অহনা। করেছেন ওমরাহ পালন।ঘোষণাও দিয়েছেন আপাতত নিজেকে শোবিজ থেকে দূর রাখার। |