শিরোনাম |
আমিরাতে আরও দুই ভারতীয়কে ঝোলানো হল ফাঁসিতে
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বৃহস্পতিবার (৬ মার্চ) ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে মোহাম্মদ রিনাশ এ ও মুরলীধরন পি ভি’র মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ফাঁসি কার্যকর হওয়া মোহাম্মদ রিনাশ এ ও মুরলীধরন পি ভি’র বাড়ি কেরলের কান্নুরে। খুনের অভিযোগে গ্রেফতার হওয়ার আগে আমিরাতের আল এন শহরে একটি ভ্রমণ সংস্থায় (ট্র্যাভেল এজেন্সি) দুজনে কর্মরত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের প্রশাসনের তরফে ভারতীয় দূতাবাসকে দুজনের ফাঁসি কার্যকর করার কথা জানানো হয়েছিল। দুজনকে বাঁচাতে সব রকমের চেষ্টা করেছিল ভারতীয় দূতাবাস। আমিরাতের প্রশাসনের কাছে ক্ষমা ভিক্ষার আবেদন জানানো হয়েছিল। যদিও তাতে সাড়া দেয়নি সংযুক্ত আরব আমিরাতের সরকার। প্রসঙ্গত, চার মাসের শিশু সন্তানকে হত্যার দায়ে গত ১৫ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বান্দার বাসিন্দা শাহজাদি খানের ফাঁসি কার্যকর করেছিল সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন। গত সোমবার (৩ মার্চ) দিল্লি হাইকোর্টের বিচারপতি শচিন দত্তের এজলাসে ওই খবর জানিয়েছিল পররাষ্ট্রমন্ত্রণালয়। অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতকে জানান, গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে দেশটিতে অবস্থিত ভারতীয় দূতাবাসকে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের আইন মেনেই শাহজাদি খানের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করা হয়েছে। |