শিরোনাম |
জবি ছাত্রদল নেতার জন্মদিনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
|
![]() শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন তার অনুসারীদের উদ্যোগে বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এ ক্যাম্পে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, স্যালাইন সরবরাহ এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসা সহায়তা দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পের যুগ্ম আহ্বায়ক মিয়া রাসেল বলেন, "ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করাই ছিল আমাদের মূল লক্ষ্য। ছাত্রদল সবসময় মানবিক কাজে যুক্ত থাকতে চায়, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেতা সবসময় ইতিবাচক ও নৈতিকতাসম্পন্ন কাজ করার অনুপ্রেরণা দেন।" নিজের জন্মদিনে এমন উদ্যোগ নেওয়ার বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, "প্রথাগতভাবে কেক কাটার বদলে আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা মানুষের উপকারে আসবে। যেহেতু একই দিনে জবির ব্যবসায় অনুষদের ভর্তি পরীক্ষা ছিল, তাই ভিক্টোরিয়া পার্ক এলাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্বাস্থ্যসেবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।" |