শিরোনাম |
১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ঘোষণা, আবেদন শুরু ৫ মার্চ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ঘোষণা, আবেদন শুরু ৫ মার্চ অবশেষে বহু আলোচনার পর গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আগামী ৫ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আবেদন গ্রহণের শেষ সময় ১৫ মার্চ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। এছাড়া আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের জন্য অতিরিক্ত ৫০০ টাকা ফি নেয়া হবে। আবেদনকারীদের জানানো হয়েছে যে, আবেদন করার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িমংঃধফসরংংরড়হ.ধপ.নফ) তে গিয়ে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য পাওয়া যাবে এবং আবেদনকারী তাদের পছন্দমতো পরীক্ষার কেন্দ্রও নির্বাচন করতে পারবেন। তবে, আবেদনসময়ের পর কেন্দ্র পরিবর্তন করা সম্ভব হবে না, সুতরাং পরীক্ষা কেন্দ্রের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ থাকবে। এর মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ইত্যাদি। পরীক্ষা কেন্দ্র বাছাইয়ের ক্ষেত্রে প্রতিটি আবেদনকারীর কাছে একটি পছন্দ দেওয়া হবে এবং ওই পছন্দকৃত কেন্দ্রই চূড়ান্ত হবে। ভর্তি পরীক্ষা চলাকালে সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরাসরি পরীক্ষা হবে। এ পরীক্ষার প্রশ্নপত্র উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচি ভিত্তিক তৈরি হবে। এই পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নতুন সদস্য যুক্ত করা হবে। এখন অপেক্ষার পালা। শিক্ষার্থীরা নিবন্ধন করতে শুরু করবে এবং নিজেদের জন্য সঠিক ক্যারিয়ার রাস্তায় প্রথম পদক্ষেপ নিতে পারবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ এনে দিতে চলেছে। |