শিরোনাম |
রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() এই সময়সূচি রমজান মাসের সাহ্রি ও ইফতারের সময় বিবেচনায় করে নির্ধারণ করা হয়েছে। একদিকে, সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর অফিস সময় সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত থাকবে, এবং জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার আগের মতোই থাকবে। এছাড়া, ব্যাংক, বিমা, হাসপাতাল, এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন অনুযায়ী সময়সূচি নির্ধারণ করবে। সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী মাসে পবিত্র রমজান শুরু হতে পারে, এবং এ সময়সূচি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে রমজানের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ প্রদান করবে। |