শিরোনাম |
জাবির মীর মোশারফ হোসেন হল পুনর্মিলনী কাল
নিজস্ব প্রতিবেদক :
|
![]() জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী নান্দনিক স্ট্রাকচারে নির্মিত হল মীর মোশারফ হোসেন হলের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। লাল দুর্গের মিলন মেলা ২০২৫ ইং শীর্ষক প্রোগ্রামটি ২২ শে ফেব্রুয়ারী ( শনিবার) বর্ণাঢ্য র্যালির মাধ্যমে হল চত্বর থেকে শুরু হবে। হলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সম্পর্কে দৃঢ করণ ও অতীতে স্মৃতি রোমন্থণে ১১শ'র বেশি শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণ করবে।পুনর্মিলনীতে ২টি গরু এবং ২ টি ছাগল দিয়ে আগতদের আপ্যায়ন করা হবে বলে জানা যায়।এছাড়াও সাংস্কৃতিক সন্ধ্যা এবং গল্প আড্ডায় মেতে উঠবে হল প্রাঙ্গণ। আয়োজনকে সফল করার জন্য এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিম্নোক্ত কমেটি প্রদান করা হলো বিভিন্ন দায়িত্ব দিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ক টীম গঠন করা হয়েছে। |