শিরোনাম |
চিপশিল্পে একক রাষ্ট্রের আধিপত্য অযৌক্তিক: তাইওয়ান
নিজস্ব প্রতিবেদক :
|
![]() উ চেং-ওয়েন বলেন, সেমিকন্ডাক্টর শিল্প অত্যন্ত জটিল এবং সফলতা অর্জনের জন্য বিভিন্ন দেশের দক্ষতা ও শ্রম বিভাজন প্রয়োজন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, জাপান রাসায়নিক ও সরঞ্জাম তৈরিতে দক্ষ, যুক্তরাষ্ট্র ডিজাইন ও উদ্ভাবনে পারদর্শী, আর তাইওয়ান চিপ উৎপাদনে বিশ্ব নেতা। তাই এই খাতে একক কোনো দেশের নিয়ন্ত্রণের প্রয়োজন নেই বরং পারস্পরিক সহযোগিতা জরুরি। তিনি আরও জানান, তাইওয়ান সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা করতে প্রস্তুত এবং গণতান্ত্রিক দেশগুলোকে তাদের ভূমিকা পালনে সহায়তা করবে। তিনি বলেন, এই শিল্পের সাফল্য কোনো একক দেশের অর্জন নয়, বরং এটি আন্তর্জাতিক অংশীদারিত্ব ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফলাফল। বিশ্বের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নির্ভর করছে পারস্পরিক সহযোগিতা ও উদ্ভাবনের ওপর। উ চেং-ওয়েনের মতে, একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই সেমিকন্ডাক্টর সরবরাহ চেইন গড়ে তুলতে হলে সব দেশেরই একসঙ্গে কাজ করা প্রয়োজন। তাই, কৌশলগত অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত বিনিময়ের মাধ্যমেই এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। |