শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৬:০৩:৪৭ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
ছাত্রদল-শিবিরের বিরোধ মেটাতে সিনিয়রদের হস্তক্ষেপ চাইলেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 19 February, 2025
ছাত্রদল-শিবিরের বিরোধ মেটাতে সিনিয়রদের হস্তক্ষেপ চাইলেন আসিফ নজরুল

ছাত্রদল-শিবিরের বিরোধ মেটাতে সিনিয়রদের হস্তক্ষেপ চাইলেন আসিফ নজরুল

সম্প্রতি ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত প্রকাশ্যে আসতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুটি ছাত্র সংগঠন রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে।

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে ভূমিকা রাখা এই দুটি সংগঠনের এভাবে সংঘাতে জড়ানোকে খারাপ ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখছেন অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ব্যাপারে প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।


ফেসবুকে আসিফ নজরুল লিখেন- ‘আওয়ামী আমলে লীগের সাথে অন্য যেকোনো দল/পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ-প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকতো। ফলে খুব দ্রুতই অপর পক্ষ রনে ভঙ্গ দিতো।

কিন্তু বর্তমানে পুলিশ-প্রশাসন বিভক্ত, কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম নেই আপাতত, ডেডিকেটেড মারমুখী কর্মীসংখ্যা কাছাকাছি পরিমাণের, সব মিলিয়ে ছাত্রদল-ছাত্রশিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না। উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। হয়তো, ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার।’

আইন উপদেষ্টা লিখেন- ‘অত্যন্ত ফ্রাস্টেটিং লাগে এসব দেখে। ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে, জেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না, যেকোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সবসময়। কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারের ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচে বেশি হতাশ লাগে।’

আসিফ নজরুল বলেন, ‘এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক, সে তো আমার ভাইই, ৬ মাস আগেও একসাথে টিয়ার গ্যাস রাবার বুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছু হতেই পারে না।’

আইন উপদেষ্টা লিখেন- ‘ছাত্রদল ও ছাত্রশিবির যেভাবে নিজ নিজ অফিশিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি-ধামকি দিচ্ছে, এটা খুব খারাপ ভবিষ্যৎই ইঙ্গিত করছে সামনে।

আমার মনে হয়, এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য। আল্লাহ সবাইকে হিফাজত করুক, সঠিক জ্ঞান-বুঝ দিক। আমিন।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com