শিরোনাম |
আত্মহত্যা না, মাকে খুন করেছে বাবা, ছবি এঁকে পুলিশকে বোঝাল শিশুকন্যা
নিজস্ব প্রতিবেদক :
|
আত্মহত্যা নয়, মাকে অত্যাচার করে মেরে ফেলেছে বাবা। খুনের তদন্তে ছবি এঁকে পুলিশকে একথা বোঝাল ৪ বছরের শিশুকন্যা। এমনকি ছবির আঁকার পাশাপাশি লিখেও জানাল খুদে- " বাবাই মাকে খুন করেছে।" জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের ঝাঁসির এই ঘটনায় পুলিশের প্রধান অবলম্বন খুদের ছবি আঁকার খাতা। গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে হত্যায় অভিযুক্ত যুবককে। ঝাঁসির বাসিন্দা মৃতা তরুণীর নাম সোনালী বুধোলিয়া। ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। শ্বশুরবাড়ির তরফে মৃতার মা-বাবাকে জানানো হয়, শারীরিক অসুস্থতার পরে আচমকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সোনালী। পুলিশ সূত্রে জানা গেছে, তরুণীর স্বামীর নাম সন্দীপ বুধোলিয়া। তিনি পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টির্টিভ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ। কিন্তু দম্পতির ৪ বছরের শিশুর তদন্তকারীদের পথ দেখায়। পুলিশকে খুদে জানায়, কিভাবে মাকে মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে খুন করেছে বাবা, এরপর গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। মাকে যে বাবা নিয়মিত অত্যাচার করত, সে কথাও তদন্তকারীদের জানিয়েছে শিশুটি। সে নিজের ছবি আঁকার খাতা তুলে দেয় পুলিশের হাতে। সেখানে তরুণীর উপর অত্যাচারের ছবি মিলেছে। শিশুর বয়ান এবং এই আঁকার খাতার জেরে অন্যদিকে মোড় নেয় তদন্ত। পুলিশ এখন ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। মৃতার বাবার সঙ্গে কথা বলার পর খুনের কারণ স্পষ্ট হয়েছে পুলিশের কাছে। সোনালীর বাবা জানায়, মেয়েকে বিয়ের সময় ২০ লক্ষ টাকার পণ দিয়ে ছিলেন তিনি। সম্প্রতি গাড়ি কিনে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে জামাই। যদিও এবারে তিনি জানান, গাড়ি কিনে দিতে পারবেন না। এরপরই তরুণীর উপর অত্যাচার শুরু করে যুবক। এমনকি সমস্যার সমাধানে দুইপক্ষ পুলিশের দ্বারস্থ হয়েছিল। সে বার সমঝোতায় এসেছিল দুই পরিবার। |