বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৮:০৩:৩২ পিএম
শিরোনাম স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার       রাজধানীতে পুলিশের অভিযানে ১০ অপরাধী গ্রেফতার      
আজ টিএসসিতে প্রদর্শিত হবে বুবলির 'দেয়ালের দেশ'
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 18 February, 2025
আজ টিএসসিতে প্রদর্শিত হবে বুবলির 'দেয়ালের দেশ'
ঢালিউডের সাম্প্রতিক সময়ের বেশ জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ইন্ডাস্ট্রির নড়বড়ে অবস্থার মধ্যেও তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। এছাড়াও করছেন ফটোশুট। প্রতি বছরের ন্যায় এবারও বাংলা সিনেমার প্রচার ও প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’।

উৎসবের এই পর্বে আজ প্রদর্শিত হবে বুবলী অভিনীত সিনেমা ‘দেয়ালের দেশ’। যা পরিচালনা করেছেন নির্মাতা মিশুক মনি। সিনেমাটিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ। সিনেমাটি গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বুবলি অভিনীত এই সিনেমাটও উৎসবে দেখার জন্য ভক্তদের আহ্বান জানান নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বুবলী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ২৩ বছর ধরে উৎসবটি নিয়মিত আয়োজন করছে। এবারের আসরে আমার অভিনীত সিনেমা প্রদর্শিত হবে জেনে আমি সত্যিই আনন্দিত। সিনেমাটি উৎসবে এসে উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি। উৎসবে আমারও উপস্থিত থেকে সিনেমাটি দেখার ইচ্ছা রয়েছে।’

প্রসঙ্গত, প্রতি বছর দুই ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় বুবলী অভিনীত একাধিক সিনেমা। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদে মুক্তির মিছিলে রয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’। যেখানে সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘জংলি’তে। ইতোমধ্যেই এর কাজ শেষ হয়েছে।

অন্যদিকে আদর আজাদকে সঙ্গে নিয়ে করছেন ‘পিনিক’ নামের একটি সিনেমা। এটির কাজও প্রায় শেষ পথে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুটি সিনেমাই ঈদে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে পোস্টার, গান প্রকাশ করে চলছে প্রচার প্রচারণার কাজ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com