শিরোনাম |
লখনউয়ে সম্পত্তি নিয়ে বিবাদের জের, মা- বাবাকে খুন করে পালিয়েছে পুত্র
নিজস্ব প্রতিবেদক :
|
লখনউয়ে সম্পত্তি নিয়ে বিবাদের জের, মা- বাবাকে খুন করে পালিয়েছে পুত্র ঘটনার পর ফেরার মৃত দম্পতির বড় ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের তরফে জানা যায়, মৃত ওই দম্পতির নাম জগদীশ বিশ্বশর্মা(৭০) ও শিবপ্যারী (৬৮)। জগদীশের ছিল লোহার কারবার। তাঁদের ২ সন্তান বৃস্কিত ওরফে লালা ও দেবদত্ত। সুত্রে প্রকাশ, সম্পত্তি নিয়ে প্রায় প্রতিদিন বাবা ও মায়ের সঙ্গে ঝগড়া হত বড় ছেলে লালার। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি ) রাতেও ব্যতিক্রম হয়নি। এই ঝগড়া চলাকালীন হঠাৎ হাতুড়ি নিয়ে মা, বাবার উপর চড়াও হন লালা। ভারী হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকেন ২ জনকে। এই হামলার জেরে চিৎকার করতে থাকেন বৃদ্ধ দম্পতি। তাঁদের আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তখন থামেনি নৃশংস মার। গ্রামবাসীদের দাবি, তাঁরা ওই বাড়িতে এলে দেখতে পান রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই দম্পতি। গ্রামবাসীরা ভিড় জমাতেই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত লালা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তড়িঘড়ি ওই দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁদের। মর্মান্তিক এই হত্যাকান্ডের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ। মোহনলালগঞ্জের পুলিশ সুপার রজনীশ বর্মা বলেন, " অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই দল গঠন করে খোঁজ শুরু হয়েছে। শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে। |