বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৮:০৩:০৪ পিএম
শিরোনাম স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার       রাজধানীতে পুলিশের অভিযানে ১০ অপরাধী গ্রেফতার      
মোদির ব্যর্থ আমেরিকা সফরে ইন্ডিয়ান মিডিয়ার তিরস্কার
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 17 February, 2025
মোদির ব্যর্থ আমেরিকা সফরে ইন্ডিয়ান মিডিয়ার তিরস্কার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর প্রথমবার আমেরিকায় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমেরিকা সফর করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আলোচনায় দুই দেশের মধ্যে নানা বিষয় উঠেছে আসলেও ফলপ্রসূ কোন চুক্তি করতে পারেননি মোদি। এতেই চটেছে ইন্ডিয়ান প্রথম সারির গণমাধ্যমগুলো।

মোদির এমন ব্যর্থতার কারনে দেশটির একটি গণমাধ্যম সম্প্রতি তার ব্যঙ্গচিত্র প্রকাশ করেছেন। আর তাতেই চটেছে বিজেপি সমর্থকেরা। বিভিন্নভাবে সেই মিডিয়াকে দেওয়া হচ্ছে নানা হুমকি-ধমকি। এমনকি ব্লক করে দেওয়া হয়েছে তাদের সকল কার্যক্রম। আর তাতেই চটেছে দেশটির মিডিয়াপাড়া। বাকস্বাধীনতায় হস্তক্ষেপ কোনভাবেই মেনে নেবে না এমনটাই দিয়েছেন হুঁশিয়ারি। এমনকি এই ঘটনায় ভুক্তভোগী ওই মিডিয়ার পক্ষে দাঁড়িয়েছে দেশের সকল মিডিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও। যেখানে মোদির হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখা যায়। এতে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় মোদিকে তার চেহারার এক্সপ্রেশন এমনটাই বলে দেয়। অন্যদিকে ট্রাম্প যেন অট্টহাসিতে ফেটে পরে।

এছাড়াও সম্প্রতি বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্পকে মোদির সামনে প্রশ্ন করে ভারতের এক সাংবাদিক। ঐ সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প পুরো বিষয়টির জন্য মোদিকে জিজ্ঞেস করতে বলেন যা একপ্রকার চপেটাঘাত হিসেবে বিবেচনা করছে ভারতীয় গণমাধ্যম।

এছাড়া মোদি অবস্থানকালীন সময়েও থেমে থাকেনি যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় নাগরিকদের ধরপাকড়। এতে একেবারেই নাখোশ দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেবল এটিই হয়, মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ভারতীয় পণ্যের ওপর ট্যারিফ বাড়ানোর কথা বলেন। এছাড়া দেশটি থেকে অনেক বেশি দামে তেল এবং সমরাস্ত্র কিনতে মোদিকে এক প্রকার বাধ্যই করে ফেলেছেন। তাই অনেকেই প্রশ্ন করেছেন যে, এতো টাকা খরচ করে কেন তবে আমেরিকা থেকে এসব জিনিস কিনতে হবে।

এছাড়া বহুল আকাঙ্খিত এই সফরে উল্লেখযোগ্য কোন সফলতা দেখাতে পারেনি মোদি। তাইতো দেশটির মিডিয়াগুলো তার এমন ব্যর্থতাকে কোনভাবেই মেনে নিতে পারছে না। এমন কান্ডে বিরোধীদল সহ বিভিন্ন মহলে হচ্ছেন সমালোচিত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com