শিরোনাম |
ফেসবুকে সালমান মোক্তাদিরকে নাজমুল আলমের হুমকি, সোশ্যাল মিডিয়ায় শোরগোল
নিজস্ব প্রতিবেদক :
|
![]() এমনটাই ঘটেছে সময়ের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেতা সালমান মোক্তাদিরের সাথে। ছাত্রলীগের এক সময়ের দাপুটে নেতা সিদ্দিকী নাজমুল আলম সম্প্রতি সালমানের এমন গুরুত্বপূর্ণ ভূমিকার কারনে তাকে রাজপথে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফেসবুকে সালমানের একটি ছবি পোস্ট করে এই নেতা লিখেছেন, 'তুই যত বড় হ্যাডমওয়ালার পুত্রই হওনা কেন অথবা যতো শক্তিশালী বাপের জামাই হওনা কেন তোর বিচার রাজপথেই হবে বুঝছো পুরুষ সানি লিয়ন?????????? জাস্ট চিল নাউ বাট নট ফর লং' সেই পোস্টের প্রতিত্তরে সালমান লিখেছেন, 'পৃথিবীর একমাত্র কালো গন্ডার, যে কুকুরের ল্যাংগুয়েজ বলে বাট ডায়েট ফলো করে আফ্রিকান হাতির।' যদিও পরবর্তীতে সালমান মোক্তাদির সেই কমেন্ট ডিলিট করে দিয়েছে। তারই প্রতিক্রিয়ায় নাজমুল আলম আরও একটি পোস্ট করে লিখেছেন,'সালমান পোষ্টে রিপোর্ট করিয়ে ডিলিট করে লাভ নেই, দেখা হবে তোর সাথে আমার আমাদের সবার।' এমন ঘটনায় শোরগোল পরে গেছে সোশ্যাল মিডিয়ায়। এতে নেটিজেনরা সালমানের পক্ষে লিখেছেন, ' নাজমুল আলম সম্ভব হলে রাজপথে আসেন তাহলেই বুঝবো আপনি আসল নেতা'। আরেকজন লিখেছেন, 'খুনিদের এতো সহজে ছেড়ে দেওয়া যাবে না'। হিমেল নামে একজন লিখেছেন, 'প্রত্যেকটি হত্যার বিচার হতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না।' |