বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৯:০৩:১০ পিএম
শিরোনাম ধুমকেতু সমাজ সেবা প্রতিষ্ঠানের যাত্রা শুরু       স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার      
ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে বাসিন্দারা
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 17 February, 2025
ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে বাসিন্দারা

ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে বাসিন্দারা

সোমবার ভোরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া, যা ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে অবস্থিত। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে দিল্লি ছাড়াও আগ্রা, হরিয়ানা এবং উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পনের সময় প্রচণ্ড শব্দ শোনা যায়, যা অনেককে আতঙ্কিত করে তোলে। তারা আরও জানান, গত ২৫ বছরে দিল্লিতে এ ধরনের ভূমিকম্প অনুভূত হয়নি। এর আগে গত ১১ ও ২৩ জানুয়ারিতেও দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর ভারতজুড়ে এই কম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি ও আশপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক্স-এ করা এক পোস্টে তিনি বলেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার অনুরোধ করছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।’

ভূমিকম্পের পর থেকে দিল্লি ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com