শিরোনাম |
ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে বাসিন্দারা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে বাসিন্দারা সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া, যা ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে অবস্থিত। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে দিল্লি ছাড়াও আগ্রা, হরিয়ানা এবং উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পনের সময় প্রচণ্ড শব্দ শোনা যায়, যা অনেককে আতঙ্কিত করে তোলে। তারা আরও জানান, গত ২৫ বছরে দিল্লিতে এ ধরনের ভূমিকম্প অনুভূত হয়নি। এর আগে গত ১১ ও ২৩ জানুয়ারিতেও দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর ভারতজুড়ে এই কম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি ও আশপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক্স-এ করা এক পোস্টে তিনি বলেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার অনুরোধ করছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।’ ভূমিকম্পের পর থেকে দিল্লি ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। |