শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৫:০৩:২৬ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
জীবন মৃত্যু'র সন্ধিক্ষণে প্রতুল মুখোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 February, 2025
জীবন মৃত্যু'র সন্ধিক্ষণে প্রতুল মুখোপাধ্যায়
'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই' বিখ্যাত এই গানের স্রষ্টা গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর শারীরিক জটিলতায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

জানা যায়, গত সপ্তাহ দুয়েক ধরেই এ সংগীতশিল্পী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তার। দ্রুতই হয় শারীরিক অবস্থার অবনতি। তাছাড়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে।

এদিকে হাসপাতাল বরাতে জানা গেছে, আপাতত সংজ্ঞাহীন অবস্থায় আছেন গায়ক। নিউমোনিয়াতেও আক্রান্ত। বিভিন্ন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল সোমবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নিয়েছেন।

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ এই প্রখ্যাত শিল্পী হাসপাতালের বেডে শুয়েও চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শোনান। কিন্তু সপ্তাহখানেক আগে তার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দেখা যায়, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের। দ্রুতই কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই ধরা পড়ে ফুসফুসেও সংক্রমণ রয়েছে। তবে সেই সংক্রমণ ব্যাকটেরিয়া না ভাইরাসের জেরে, নাকি মিশ্র গোত্রের, তা এখনো স্পষ্ট নয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com