শিরোনাম |
পশ্চিমবঙ্গের বোলপুরে বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড ! ঝলসে মৃত ২
নিজস্ব প্রতিবেদক :
|
পশ্চিমবঙ্গের বোলপুরে বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড ! ঝলসে মৃত ২ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ভবনটিকে। ঝলসে প্রাণ হারান ২ জন। ঘটনায় আহত অন্তত ৫। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা জানান, শ্রীনিকেতন রোডের উপর জনবহুল এলাকায় আবাসনটি থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা। নজরে আসে লেলিহান শিখা। তারপরই দমকল বিভাগে খবর দেওয়া হয়। পরে দমকলের ৩টি ইঞ্জিন আসে। দেখা যায় আবাসনে বেশ কয়েকজন আটকে ছিল। দমকলের কাছে বড় কোন ল্যাডার ছিল না। বাঁশের তৈরি সিঁড়ি দিয়ে ২য় তলায় উঠে কোনও রকমে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করে দমকলের কর্মীরা। এ ঘটনায় স্বপন নন্দী (৬৮) ও অঞ্জু নন্দী (৬২) নামে ২ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আহত ২ শিশু সহ ৫ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসিতে বিস্ফোরণের জেরে এই অগ্নিকান্ড। অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( বোলপুর) রানা মুখোপাধ্যায় বলেন, খবর পেয়ে পুলিশ ও দমকল ৬০ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৫ জন আশঙ্কাজনক। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে শোনা যাচ্ছে, আমরা খতিয়ে দেখছি। এ মর্মান্তিক অগ্নিকান্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। |