বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ২২:০৩:৫০ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
৭ গোলের ম্যাচে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়, জিতেছে ব্রাজিলও
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 8 February, 2025
৭ গোলের ম্যাচে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়, জিতেছে ব্রাজিলও

৭ গোলের ম্যাচে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়, জিতেছে ব্রাজিলও

দুই দল মিলে গোল করল ৭টি। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে আর্জেন্টিনাই। দক্ষিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে একই রাতে জয় পেয়েছে টুর্নামেন্টের আরেক ফেভারিট ব্রাজিলও।

কারাকাসে শুক্রবার রাতে উরুগুয়েকে ৪-৩ গোলে হারায় আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বে আকাশি-নীলদের এটি দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা চিলিকে হারিয়েছিল ২-১ ব্যবধানে।


একই রাতে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই পর্বে আগের ম্যাচে তারা একই ব্যবধানে হারিয়েছিল উরুগুয়েকে।

টানা দুই জয়ে ফেভারিট দুই দলেরই। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।


এদিন গোলের ব্যবধান জমজমাট লড়াইয়ের কথা বললেও আদতে ম্যাচ ছিল আর্জেন্টিনারই নিয়ন্ত্রণে। ৫২ মিনিটের মধ্যে ৩–০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনার খুদেরা। ৬৯ মিনিটে স্কোরলাইন হয় ৪–১। শেষ দিকে অবশ্য কিছুটা নাটকীয়তা দেখা গেছে। ৮৬ মিনিটের মধ্যে আরও দুটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল উরুগুয়ে, কিন্তু শেষ পর্যন্ত ফেরা আর হয়নি।

আর্জেন্টিনার দুই উদীয়মান তারকা ক্লদিও এচেভেরি ও মরিসিও কারিজ্জোরা করেছেন দুটি করে গোল। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত শুধু আর্জেন্টিনাই।

ব্রাজিলের জয়সূচক গোলটি আসে ম্যাচের ষষ্ঠ মিনিটেই। পেদ্রো হেনরিকের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার লাগো দা সিলভা। আর ৮৭তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরোতে। এর আগে উরুগুয়ের বিপক্ষেও ১০ জন নিয়ে ম্যাচ শেষ করেছিল ব্রাজিল।

যুবাদের এই টুর্নামেন্টে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দলের এই চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com