বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ২২:০৩:৩৮ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা: আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 6 February, 2025
মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা: আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি

মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা: আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি

পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশব্যাপী আওয়ামী লীগের রাজনৈতিক অস্থিরতা,সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মঠবাড়িয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হায়দারের নেতৃত্বে দলীয় কার্যালয় (মঠবাড়িয়া) থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মঠবাড়িয়া পৌরসভা শহীদ মিনার চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ফারুক, পৌর বিএনপি'র আহ্বায়ক কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ফরাজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খলিফা, পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হায়দার, জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম উপজেলা শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান নান্না, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন মুন্সী, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোকন মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেকুজ্জামানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বার বার জনগণের মৌলিক অধিকার হরণ করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছে।যার ফলে ছাত্র-জনতা এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের গণঅভ্যুত্থানে সদ্য বিদায়ী শেখ হাসিনা পালিয়ে ভারতে 
 আশ্রয় নিয়েছে।অথচ তার অনুগত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশজুড়ে সন্ত্রাস,দমন-পীড়ন ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন,দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের দুঃশাসন আর সহ্য করবে না জনগণ এখন ঐক্যবদ্ধ।মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনগুলো কেন্দ্রীয় বিএনপির নেতৃত্বে রাজপথে থেকেই এ অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।তারা বলেন,মঠবাড়িয়া উপজেলা-পৌর বিএনপি'র নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমারা দৃঢ়প্রতিজ্ঞ। শেষ পর্যন্ত রাজপথে লড়াই চালিয়ে যাবো।বিক্ষোভ মিছিল ও পথসভায় জাতীয়তাবাদী দল বিএনপি'র বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিলো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com