বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ২১:০৩:৪১ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 6 February, 2025
হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২

হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২

পতিত স্বৈরাচার শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে গত রাত থেকে ধানমন্ডি ৩২ নম্বরে তার পিতা শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুর করছে ছাত্রজনতা। ক্রেন, বুলডোজার ও দেশীয় নানা সরঞ্জামের সহায্যে বাড়ি ভাঙার পাশাপাশি হাসিনাবিরোধী নানা স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনাকে ভারতের দোসর আখ্যা নিয়ে তাদের কোনো চিহ্ন বাংলাদেশে না রাখার কথা বলছেন তারা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ধানমন্ডি ৩২ নম্বরে ঘুরে এমন চিত্র দেখা যায়।

শেখ মুজিবুর রহমানের বাড়িটি ছিল ‘বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর’। এটি ভাঙার পাশাপাশি বিক্ষুব্ধ ছাত্রজনতাকে 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'ফ্যাসিবাদের আস্তানা, এই বাংলায় হবে না', নারেয়ে তাকবির, আল্লাহু আকবার', 'জিয়ার সৈনিক এক হও, লড়াই করো' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়

স্লোগানদাতারা বলছেন, শেখ হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ধানমন্ডি ৩২-এর এই বাড়ি সেই ফ্যাসিবাদের প্রতীক। তাই এই বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

এ সময় মাইক থেকেও হাসিনাবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। শেখ হাসিনা ও তার দলকে ভারতের সেবাদাস উল্লেখ করে তাদের বাংলাদেশে রাজনীতি করতে না দেওয়ায় ঘোষণা দেন তারা।

শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। বুধবার থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সেই কার্যক্রম চলছিল।

হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতাসহ অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। তারা ঘোষণা দেন, বুধবার রাত ৯টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন। তবে রাত আটটা হতেই সেখানে বিপুল ছাত্র-জনতার জমায়েত হয়। তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com