শিরোনাম |
নিখোঁজ স্কুলছাত্রী সুবার খোঁজ মিললো: প্রেমিকের সঙ্গে নওগাঁয়
নিজস্ব প্রতিবেদক :
|
![]() নিখোঁজ স্কুলছাত্রী সুবার খোঁজ মিললো: প্রেমিকের সঙ্গে নওগাঁয় নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে গণকন্ঠকে বলেন, এ ঘটনায় ওই শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া গণমাধ্যমকে জানান, সুবার খোঁজ মিলেছি। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান নিশ্চিত করে তাকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিলো সুবা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হন সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হন তিনি। মোহাম্মদপুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজে টোকিও স্কয়ারের সামনে সুবাকে শেষ দেখা যায়। সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিলো। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে। এর আগে সুবার বাবা ইমরান রাজিব গণমাধ্যমকে বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। সুবা নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছি। |